Posts

Showing posts from April, 2015

Uttam49/উত্তম৪৯

Image
আমি উত্তম কুমার। যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমায় বাবু বলে ডাকতো। পরে বুঝতে পেরেছিলাম এটা আসলে প্রতেকেরই বাবা-মা ছোটতে এভাবেই বাবু বলে ডাকে । ফুটবল খেলা আমার বেশ ভালো লাগে। খেলা দেখার সময় প্লিয়ার এর দের গায়ে ঐ নাম্বার গুলো দেখে আমারও খুব শখ জাগত ইশ! যদি আমারও একটা নাম্বার থাকতো। পণ্ডিতি করে বড় হয়ে নিজের নামের সঙ্গে ৪৯ যোগ করে দিলাম। ব্যাস! তখন থেকে আমি হলাম উত্তম৪৯ ।  তবে বাবা এখনও জানে না যে আমি “ Uttam49” , কারন কি হতে পারে বলেন তো_? কারন টা ভীষণ সিম্পল । আসলে বাস্তবে তো আমি আমার নাম বদলাই নাই।   সত্যিকারের বাবা মায়ের রাখা নাম তো আর বদলানো যায় না তাই অনলাইন জগতে নিজের নামের পরিচিতি দিলাম এভাবে_ যা কিনা আমি আজও প্রচার করে-ই যাচ্ছি। এখন কথা হল এতো নাম্বার থাকতে Uttam49 কেন? উত্তম৫০, উত্তম৬৭ , Uttam77, Uttam105 এগুল হল না কেন? তাহলে এবার বলি......  *** কেন Uttam49 ? ৪৯- সংখ্যা টিকে বানান করলে হয় ঊনপঞ্চাশ । আসলে ঊন- শব্দটির জন্য আমার ৪৯(ঊনপঞ্চাশ) কে নেয়া । আমি তো সবজান্তা শমসের আলী হতে পারবো না তাই নামের সাথে ঊন শব্দটি যুক্ত করা হয়েছে। ঊন শব্দটির অর্...