Uttam49/উত্তম৪৯




আমি উত্তম কুমার। যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমায় বাবু বলে ডাকতো। পরে বুঝতে পেরেছিলাম এটা আসলে প্রতেকেরই বাবা-মা ছোটতে এভাবেই বাবু বলে ডাকেফুটবল খেলা আমার বেশ ভালো লাগে। খেলা দেখার সময় প্লিয়ার এর দের গায়ে ঐ নাম্বার গুলো দেখে আমারও খুব শখ জাগত ইশ! যদি আমারও একটা নাম্বার থাকতো। পণ্ডিতি করে বড় হয়ে নিজের নামের সঙ্গে ৪৯ যোগ করে দিলাম। ব্যাস! তখন থেকে আমি হলাম উত্তম৪৯ । 

তবে বাবা এখনও জানে না যে আমি “Uttam49”, কারন কি হতে পারে বলেন তো_?
কারন টা ভীষণ সিম্পল। আসলে বাস্তবে তো আমি আমার নাম বদলাই নাই।  সত্যিকারের বাবা মায়ের রাখা নাম তো আর বদলানো যায় না তাই অনলাইন জগতে নিজের নামের পরিচিতি দিলাম এভাবে_ যা কিনা আমি আজও প্রচার করে-ই যাচ্ছি। এখন কথা হল এতো নাম্বার থাকতে Uttam49 কেন? উত্তম৫০, উত্তম৬৭, Uttam77, Uttam105 এগুল হল না কেন? তাহলে এবার বলি......


 ***কেন Uttam49 ?
৪৯- সংখ্যা টিকে বানান করলে হয় ঊনপঞ্চাশ । আসলে ঊন- শব্দটির জন্য আমার ৪৯(ঊনপঞ্চাশ) কে নেয়া । আমি তো সবজান্তা শমসের আলী হতে পারবো না তাই নামের সাথে ঊন শব্দটি যুক্ত করা হয়েছে। ঊন শব্দটির অর্থ হল কম যা পুরো হতে একটু বাকি অর্থাৎ পুরপুরি ভর্তি না একটু খালি। যেহেতু একজন মানুষ কখনও পুরপুরি সবকিছু জানতে পারে না তাই তা মেনে নিয়েই আমি আগেই আমার নামটি রেখেছি। Uttam49/উত্তম৪৯

আমার সবচেয়ে ভালো সময়গুলো কেটেছে ছোট বেলায়। আমার মনে হয় প্রত্যেকের কাছেই ব্যাপারটা এমনই । আসলে ছোট বেলায় ভাল ছিলাম বলে বড় না হয়ে তো আর পারা যায় না । ভালো ছিল একারনে যে জগত জীবনের কনো চিন্তাই ছিলো না তখন মাথায় আজ দিন দিন যত বেড়ে চলছি ততোই যেন ছোট বেলাটাকে মিস করছি। ছোট বেলায় দিনগুলো যেন সোনালি পাতায় আমার মনে আঁকা । Uttam49






Comments

Post a Comment

Popular posts from this blog