Posts

Image
Uttam49 - এর আরও কিছু ছবি ও কথা ... আমি আমার নিজের ছবিগুলোকে নিজের মতো করে ফটো এডিট করছি এতে করে আমার এডিট করার প্রতি আগ্রহ বেশ বাড়ে। এবং আমি ছবিটাকে যতটা সম্ভব ভালো করার চেষ্ঠা করতে পারি বা চাই। ভালোই লাগছে নিজের ছবি গুলোকে এডিট করতে। চলুন দেখা যাক আমার এডিটিং গুলো... নমুনা- ০১ Uttam49 - এই ছবিটির কৃতিত্ব আমার এক দুষ্টু বন্ধুর আমার অফিসের এক কলিগ একদিন ফটোশপের কাজ করছিলো আমি তার কাজ দেখতে দেখতেই আমার নিজের ছবি এডিট করার আইডিয়া পাই। ব্যস কথা না বলে সোজা কাজে লেগে পরি। এরপর দেখুন - নমুনা ০২ Uttam49 - ওই একই হাতের তোলা- প্রথম ছবিটার সাথে একটা ডায়ালগ অ্যাড করেছি। কথাটা বেশ ভালো লেগেছে আমার তাই আমি ওটাকে আমার নিজের ছবির সাথে লাগিয়ে দিয়েছি যদিও কথাটা কিন্তু আমার না । কথাটার ছবিটা Uttam49 - আশা করি কথাটা আপনাদেরও ভালো লাগবে... আরও একটা ছবি বাকি আছে । এই ছবিটা আমি আমার বন্ধুর সাথে নবথিয়েটার এ গিয়ে তুলেছিলাম। সেদিন আমি নবথিয়েটারে যা  দেখেছি তা বুঝি আমার এই জন্মে এ পর্যন্ত সব চেয়ে ভালোলাগার একটি । বন্ধুটিকে সত্যি মন থেকে ধন্যবাদ দিতে হয় । Uttam49 -নবথিয়েটারে তোলা সেই ছবিট...

Uttam49/উত্তম৪৯

Image
আমি উত্তম কুমার। যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমায় বাবু বলে ডাকতো। পরে বুঝতে পেরেছিলাম এটা আসলে প্রতেকেরই বাবা-মা ছোটতে এভাবেই বাবু বলে ডাকে । ফুটবল খেলা আমার বেশ ভালো লাগে। খেলা দেখার সময় প্লিয়ার এর দের গায়ে ঐ নাম্বার গুলো দেখে আমারও খুব শখ জাগত ইশ! যদি আমারও একটা নাম্বার থাকতো। পণ্ডিতি করে বড় হয়ে নিজের নামের সঙ্গে ৪৯ যোগ করে দিলাম। ব্যাস! তখন থেকে আমি হলাম উত্তম৪৯ ।  তবে বাবা এখনও জানে না যে আমি “ Uttam49” , কারন কি হতে পারে বলেন তো_? কারন টা ভীষণ সিম্পল । আসলে বাস্তবে তো আমি আমার নাম বদলাই নাই।   সত্যিকারের বাবা মায়ের রাখা নাম তো আর বদলানো যায় না তাই অনলাইন জগতে নিজের নামের পরিচিতি দিলাম এভাবে_ যা কিনা আমি আজও প্রচার করে-ই যাচ্ছি। এখন কথা হল এতো নাম্বার থাকতে Uttam49 কেন? উত্তম৫০, উত্তম৬৭ , Uttam77, Uttam105 এগুল হল না কেন? তাহলে এবার বলি......  *** কেন Uttam49 ? ৪৯- সংখ্যা টিকে বানান করলে হয় ঊনপঞ্চাশ । আসলে ঊন- শব্দটির জন্য আমার ৪৯(ঊনপঞ্চাশ) কে নেয়া । আমি তো সবজান্তা শমসের আলী হতে পারবো না তাই নামের সাথে ঊন শব্দটি যুক্ত করা হয়েছে। ঊন শব্দটির অর্...