Uttam49- এর আরও কিছু ছবি ও কথা ...
আমি আমার নিজের ছবিগুলোকে নিজের মতো করে ফটো এডিট করছি এতে করে আমার এডিট করার প্রতি আগ্রহ বেশ বাড়ে। এবং আমি ছবিটাকে যতটা সম্ভব ভালো করার চেষ্ঠা করতে পারি বা চাই। ভালোই লাগছে নিজের ছবি গুলোকে এডিট করতে। চলুন দেখা যাক আমার এডিটিং গুলো...

নমুনা- ০১
Uttam49- এই ছবিটির কৃতিত্ব আমার এক দুষ্টু বন্ধুর
আমার অফিসের এক কলিগ একদিন ফটোশপের কাজ করছিলো আমি তার কাজ দেখতে দেখতেই আমার নিজের ছবি এডিট করার আইডিয়া পাই। ব্যস কথা না বলে সোজা কাজে লেগে পরি। এরপর দেখুন - নমুনা ০২

Uttam49- ওই একই হাতের তোলা-
প্রথম ছবিটার সাথে একটা ডায়ালগ অ্যাড করেছি। কথাটা বেশ ভালো লেগেছে আমার তাই আমি ওটাকে আমার নিজের ছবির সাথে লাগিয়ে দিয়েছি যদিও কথাটা কিন্তু আমার না ।
কথাটার ছবিটা
Uttam49- আশা করি কথাটা আপনাদেরও ভালো লাগবে...
আরও একটা ছবি বাকি আছে । এই ছবিটা আমি আমার বন্ধুর সাথে নবথিয়েটার এ গিয়ে তুলেছিলাম। সেদিন আমি নবথিয়েটারে যা  দেখেছি তা বুঝি আমার এই জন্মে এ পর্যন্ত সব চেয়ে ভালোলাগার একটি । বন্ধুটিকে সত্যি মন থেকে ধন্যবাদ দিতে হয় ।
Uttam49-নবথিয়েটারে তোলা সেই ছবিটি
এইছবিগুলো আমাকে বিভিন্ন সময় আমার সেইদিনগুলোর কথা মনে করিয়ে দেবে যা শুধু আমার শুধু আমার ভালোলাগার ছিলো। আসলে স্মৃতি আমাদের আছেই বা কি !

Comments

Popular posts from this blog

Uttam49/উত্তম৪৯